ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, অন্য গ্রুপে রাখার আলোচনা
স্পোর্টস ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পর আইসিসির সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে ঢাকায় বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিকেলে বিসিবির সঙ্গে বৈঠকে অংশ নেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা, যিনি ভিসা জটিলতায় সরাসরি আসতে পারেননি।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিসিবি আবারও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানায়। পাশাপাশি দলের নিরাপত্তা, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগ আইসিসির কাছে তুলে ধরা হয়।
ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের সমাধান হিসেবে বাংলাদেশকে ভিন্ন গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও আলোচনায় আসে। বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।
বোর্ড সূত্র জানায়, আইসিসির প্রতিনিধিরা বিসিবির বক্তব্য শুনলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেননি। আইসিসি সভাপতি জয় শাহর সঙ্গে আলোচনা শেষে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। বিসিবি জানায়, এ বিষয়ে আইসিসির সঙ্গে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154262