এবার বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’
স্পোর্টস ডেস্ক: ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় বৈরিতার রেশ এবার যেন ছড়িয়ে পড়ল ভারত-বাংলাদেশ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শনিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশের লড়াই শুরুর আগেই তৈরি হয়েছে বড় বিতর্ক। টস জেতার পর দুই দলের অধিনায়কের মধ্যে ন্যূনতম সৌজন্যমূলক করমর্দন না করার বিষয়টি সবার নজর কেড়েছে।
এদিন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টসের জন্য প্রস্তুত না থাকায় সহ-অধিনায়ক জাওয়াদ আবরার মাঠে আসেন। ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রে কয়েন নিক্ষেপ করলে টস জেতে বাংলাদেশ।
কিন্তু টসের ফলাফল নির্ধারিত হওয়ার পরপরই আয়ুশ দ্রুত সরে যান এবং আবরারের সঙ্গে করমর্দন করেননি। একইভাবে আবরারের পক্ষ থেকেও হাত মেলানোর কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। ম্যাচ রেফারি ডিন কস্কারের উপস্থিতিতেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
এই ঘটনাটি গত এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। সে সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং দলের অন্য সদস্যরা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন এড়িয়ে গিয়েছিলেন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে পাক ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটের স্বাভাবিক সৌজন্য বজায় না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এমনকি পিসিবি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিতেও অসম্মতি জানিয়েছিলেন তারা।বিশ্লেষকরা মনে করছেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ এবং ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনই আজকের ঘটনার নেপথ্যে কাজ করছে। বিশেষ করে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে শীতলতা অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে।
এর পাশাপাশি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে ভারতে দল না পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের অনড় অবস্থান এবং এ নিয়ে আইসিসির সঙ্গে বিসিবির চলমান ‘স্নায়ুযুদ্ধ’ মাঠের ক্রিকেটেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে ধারণা করা হচ্ছে। সবমিলিয়ে বড়দের লড়াইয়ের সেই আঁচ এবার অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ছোটদের ক্রিকেটেও ছড়িয়ে পড়ল।
এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগে ব্যাট করতে নেমে ৭১ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে ভারতীয় দল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154181