ইরানে সরকারের পতন দ্বারপ্রান্তে : পানাহি

ইরানে সরকারের পতন দ্বারপ্রান্তে : পানাহি

আন্তর্জাতিক ডেস্কসহিংস আন্দোলনের মুখে ইরানের ইসলামী প্রজাতন্ত্র শতভাগ পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে দাবি করেছেন স্বর্ণপাম জয়ী ইরানি নির্মাতা জাফর পানাহি। তিনি বলেছেন, ক্ষমতা চিরস্থায়ী করার কোনো সুযোগ তেহরানের নেতাদের আর নেই এবং এখান থেকে ফিরে আসা তাদের জন্য অসম্ভব।

শুক্রবার গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে পানাহি বলেন, দুই সপ্তাহ ধরে চলা সহিংস আন্দোলনের প্রেক্ষাপটে ইন্টারনেট বন্ধ করে দিয়ে কর্তৃপক্ষ বড় ধরনের দমন-পীড়নের প্রস্তুতি নিচ্ছে। তবে এ অবস্থায় সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, তেহরানে গণহত্যা চালানো হচ্ছে এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাবে, তা কেউ কল্পনাও করেনি।

পানাহির জোরালো বক্তব্য, বর্তমান শাসনব্যবস্থার পতন অনিবার্য।

উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপামজয়ী এই নির্মাতাকে ইরানের আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তার ওপর দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154149