গ্রিনল্যান্ড দখলে সমর্থন না দিলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক : গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার এ বিষয়ে সমর্থন না দেওয়া দেশগুলোর ওপর বাণিজ্যিক শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার হোয়াইট হাউজে এক স্বাস্থ্যবিষয়ক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয়, তাই এ ইস্যুতে একমত না হলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক বসানো হতে পারে।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান, প্রতিরক্ষা গুরুত্ব ও বিপুল খনিজ সম্পদের কথা তুলে ধরে দ্বীপটি যুক্তরাষ্ট্রের অংশ করার দাবি জানিয়ে আসছেন। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ডের জন্য একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছে, যা ডেনমার্কের অসন্তোষের কারণ হয়েছে।
ট্রাম্পের দাবি, আর্কটিক অঞ্চলে গ্রিনল্যান্ডের অবস্থান যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ। সেখানে উচ্চপ্রযুক্তি শিল্পে ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিপুল খনিজ সম্পদও রয়েছে। এমনকি এই দ্বীপ দখলে শক্তি প্রয়োগের সম্ভাবনাও তিনি পুরোপুরি নাকচ করেননি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154148