ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার প্রতি শোক জানাতে হবে : শফিক রেহমান

ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার প্রতি শোক জানাতে হবে : শফিক রেহমান

দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে হবে। তিনি বলেন, খালেদা জিয়ার সবচেয়ে বড় গুণ সাহস ও দেশপ্রেম, দেশের জন্য তার আত্মত্যাগ অনন্য।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন। শোকসভায় দেশের শীর্ষ রাজনৈতিক নেতা, কূটনীতিক, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, সম্পাদক ও ব্যবসায়ীরা অংশ নেন।

শফিক রেহমান বলেন, যে করেই হোক ১২ ফেব্রুয়ারির নির্বাচন যেন অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ নির্বাচনকে আনন্দমুখর ও উৎসবমুখর করার আশ্বাস দিচ্ছেন। তবে এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি শোকসভাকে অর্থবহ করতে শোককে শক্তিতে রূপান্তরের আহ্বান জানিয়ে বলেন, কোনো বিচ্ছিন্ন ঘটনা বা সহিংসতার মাধ্যমে যেন নির্বাচন বানচাল না হয়।

তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যারা প্রথমবার ভোট দেবেন, তারা যেন চিন্তা-ভাবনা করে সার্বিক দিক বিবেচনা করে ভোট দেন। তিনি বিভিন্ন দেশে চলমান আন্দোলনের উদাহরণ তুলে ধরেন এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জন্য ভিসা ব্যবস্থা আরও সহজ ও মানবিক করার আহ্বান জানান।

শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154141