এমিলের সুরে নাটকের গানে ইয়াসমিন লাবণ্য
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী, দর্শকপ্রিয় নৃত্যশিল্পী ও নন্দিত উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্য’র ইংরেজি নতুন বছরের ব্যস্ততা শুরু হলো গানে গানে ও উপস্থাপনার মধ্যদিয়ে। তিনি একাধারে বাংলাদেশ বেতারে উপস্থাপনা করেন, সঙ্গীত পরিবেশন করেন ও বিটিভিতেও। মাছরাঙ্গা টিভির নিয়মিত উপস্থাপিকা তিনি। যে কারণে অন্য চ্যানেলে উপস্থাপনা করার তেমন কোনো সুযোগ নেই তার। তবে লাবণ্য সবসময়ই গানকে প্রাধাণ্য দিয়ে থাকেন। যে কারণে তাকে গান গাইতেই বেশি দেখা যায় উপস্থাপনার চেয়ে।
গত বৃহস্পতিবার লাবণ্য মারুফ হোসেন সজীব পরিচালিত ‘খোয়াব’ নাটকের ‘এই হৃদয় ছুঁয়ে যাও’ শিরোনামের একটি গান গাইলেন। গানটি লিখেছেন জয়ন্ত কর্ম্মকার, সুর সঙ্গীত করেছেন এই প্রজন্মের মেধাবী সুরকার, সঙ্গীত পরিচালক আপেল মাহমুদ এমিল। গানটিতে লাবণ্য’র সহশিল্পী প্রান্ত।
চলতি বছরে যথারীতি লাবণ্য বিটিভিতে যেমন নতুন গান গেয়েছেন ঠিক তেমনি বেতারেও নতুন গান গেয়েছেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ বেতারে প্রচারের জন্য একটি নতুন গান করা হয়েছে। এটিকে বলা হয়ে থাকে নির্বাচনী গান গানটি লিখেছেন মোহসীন আহমেদ। সঙ্গীত পরিচালনা করেছেন রফিক আজিজ। গানটিতে লাবণ্য’র সঙ্গে আরো কন্ঠ দিয়েছেন মুহিন, স্মরণ ও মোমিন। এদিকে বাংলাদেশ টেলিভিশনে দেশের গানের অনুষ্ঠান ‘আমার দেশ আমার অহংকার’ অনুষ্ঠানেও গান গেয়েছেন লাবণ্য। সঙ্গীত পরিচালনায় ছিলেন আশরাফ বাবু।
এছাড়াও এরইমধ্যে বেতারের নজরুল সঙ্গীতের অনুষ্ঠান দেশের প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী সালাউদ্দিন আহমেদ-এর সঞ্চালনায় সঙ্গীত পরিবেশন করেছেন ইয়াসমিন লাবণ্য। বাংলাদেশ বেতারে লাবণ্য’র উপস্থাপনায় নিয়মিত প্রচার হয় সরাসরি গানের অনুষ্ঠান ‘ইউফোনি’। এই বছর এরইমধ্যে দুটি পর্বে তিনি পেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা ও এসডি রুবেলকে। এর পাশাপাশি আছে যথারীতি শিল্পকলা একাডেমি’তে সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে তার ব্যস্ততা। ইয়াসমিন লাবণ্য বলেন,‘ নতুন বছরটা সবমিলিয়ে বেশ ভালোভাবেই শুরু হলো। দেশের গান গাওয়া, নজরুল সঙ্গীত গাওয়া, উপস্থাপনা মাছরাঙ্গা টিভিতে এবং বেতারে, সবমিলিয়ে বছরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহ বেশ ব্যস্ততার মধ্যদিয়েই কেটেছে।
এরইমধ্যে এমিল ভাইয়ের সুর সঙ্গীতে খোয়াব নাটকে একটি চমৎকার গানও গেয়েছি। আশা করছি ভালোলাগবে সবার। গেলো বছরটা পেশাগতভাবে মনের মতো কাটেনি। আশা করছি এই বছরটা হয়তো মনের মতো কাটবে। ইচ্ছে আছে কিছু মৌলিক গান করার। বাকীটা সময় বলে দেবে। আন্তরিক ধন্যবাদ জানাই যথারীতি মাছরাঙ্গা টিভি, বিটিভি ও বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে। ধন্যবাদ জানাই আমাকে সবসময় যারা পাশে থেকে অনুপ্রেরণা দিয়ে আসছেন। বিশেষত সংবাদ মাধ্যমের প্রতি আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154115