গোয়ালন্দে তেল নিয়ে টাকা না দিয়ে পালানোর সময় গাড়িচাপায় যুবক নিহত
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেল নিয়ে টাকা না দিয়ে ‘পালানোর সময়’ জিপের চাপায় রিপন সাহা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি ফিলিং স্টেশনের ওয়েলম্যান হিসেবে কর্মরত ছিলেন।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে শুক্রবার ভোরে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ে অবস্থিত একটি ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
ওই ফিলিং স্টেশনে কর্মরত নজরুল ইসলাম জানান, ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৬ নম্বরের একটি কালো রঙের জিপ পাঁচ হাজার টাকার তেল নেওয়ার পর টাকা না দিয়েই দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় গাড়িটির পেছনে দৌড় দিলে জিপটি রিপন সাহাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে শুক্রবার দুপুরের পর এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, গাড়িচাপায় রিপন সাহা নামে এক ওয়েলম্যান নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানে হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।