জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গত ৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার ও সহকারী পররাষ্ট্র সচিব পল কাপুরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট, ভিসা বন্ড এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়।

ড. রহমান নির্বাচন প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে অবহিত করেন এবং অন্তর্বর্তী সরকারের সময়ে বিশেষ করে নির্বাচন প্রক্রিয়ায় সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। জবাবে অ্যালিসন হুকার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সমর্থন অব্যাহত রাখবে এবং ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে।

বৈঠকে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজ করা, ভিসা বন্ড শিথিল এবং স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভিসা নিয়ে আলোচনা হয়। হুকার জানান, ওভারস্টে কমলে ভবিষ্যতে বন্ড নীতি পুনর্বিবেচনা করা হতে পারে। পাশাপাশি অনথিভুক্ত বাংলাদেশিদের ফেরত পাঠাতে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র কৃতজ্ঞতা জানায়।

রোহিঙ্গা ইস্যুতে ড. রহমান যুক্তরাষ্ট্রের সহায়তার প্রশংসা করেন এবং তা অব্যাহত রাখার আহ্বান জানান। হুকার বলেন, রোহিঙ্গা সংকটে দায়িত্ব ভাগাভাগি জরুরি এবং তারা যতদিন বাংলাদেশে থাকবে, ততদিন জীবিকাভিত্তিক সুযোগ বাড়ানো প্রয়োজন।

ড. রহমান ডিএফসি অর্থায়ন, সেমিকন্ডাক্টর উন্নয়ন এবং গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে বাংলাদেশের নীতিগত আগ্রহের কথাও তুলে ধরেন। যুক্তরাষ্ট্র এসব বিষয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে।

এ সফরে তিনি নতুন নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথ অনুষ্ঠানে অংশ নেন এবং ১২ জানুয়ারি নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করে প্রবাসী ভোটারদের নির্বাচন ও গণভোট প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154038