বিশ্বকাপ খেলতে ভারতের ভিসা পাননি দুই ইংলিশ ক্রিকেটারও
স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। টুর্নামেন্ট সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলো ভারতে আসার প্রস্তুতি নিলেও ভিসা জটিলতায় পড়েছেন কয়েকটি দেশের মুসলিম ক্রিকেটার।
অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্রের পাকিস্তানি বংশোদ্ভূত আলি খানসহ চারজন মুসলিম ক্রিকেটার, জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং ইংল্যান্ডের আদিল রশিদ ও রেহান আহমেদ এখনও ভারতের ভিসা পাননি। পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভিসা প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
ভিসা না পাওয়ায় আদিল রশিদ ও রেহান আহমেদ ইংল্যান্ড দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে সাদা বলের সিরিজে যাচ্ছেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, কবে তাদের ভিসা মিলবে তা এখনও অনিশ্চিত। বর্তমানে রশিদ দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে এবং রেহান অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলছেন।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়নি, তবে দ্রুত সমাধানের জন্য ব্রিটিশ সরকারের সহায়তা চাওয়া হয়েছে। ভিসা জটিলতায় শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ডের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন লিয়াম ডসন।
ভারতের ভিসা নীতিমালা অনুযায়ী, আবেদনকারীকে জন্মসূত্রে প্রাপ্ত দেশের পাসপোর্ট ব্যবহার করে আবেদন করতে হয়। এ কারণেই পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা পেতে সমস্যা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগেও পাকিস্তানি বংশোদ্ভূত একাধিক ক্রিকেটার ভারতের ভিসা না পাওয়ার ঘটনা ঘটেছে। এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ওমান, নেপাল, কানাডা, ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস দলের কয়েকজন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারও একই সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154033