‘গণজমায়েতের’ ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজ শিক্ষার্থীরা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে সোমবার ‘গণজমায়েত ও অধ্যাদেশ মঞ্চ’ তৈরির কর্মসূচি ঘোষণা করে সড়ক থেকে সরে গেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেন। এর ফলে ওই এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়লেও দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে অনড় অবস্থান দেখান শিক্ষার্থীরা। অবশেষে সন্ধ্যা পৌনে ৬টার দিকে নতুন কর্মসূচির ডাক দিয়ে তারা অবরোধ তুলে নেন।
শিক্ষার্থীদের প্রধান দাবি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজকে বিচ্ছিন করে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন। তাদের মতে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও সেশনজট নিরসনে এই অধ্যাদেশ জারির কোনো বিকল্প নেই। সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না আসায় তারা এই রাজপথের আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান আন্দোলনের সমন্বয়করা।
আগামী সোমবারের ‘গণজমায়েত’ কর্মসূচি সফল করতে বড় ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। ওই দিন সকাল থেকে তারা অধ্যাদেশ মঞ্চ তৈরি করে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন। রাজধানীর শিক্ষা ও যাতায়াত ব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154010