দিনাজপুরের বিরলে কোল্ড ইনজুরিতে মরে যাচ্ছে লাউগাছ

দিনাজপুরের বিরলে কোল্ড ইনজুরিতে মরে যাচ্ছে লাউগাছ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলার বিভিন্ন এলাকায় বানিজ্যিকভাবে লাউয়ের আবাদ শুরু হয়েছে। যা উপজেলার চাহিদা মিটিয়ে চলে যায় দেশের বিভিন্ন এলাকায়। তবে বৈরী আবহাওয়ায় এবার লাউ চাষে অনেকটাই ভাটা পড়েছে। ঘন কুয়াশা ও প্রচন্ড ঠান্ডায় অনেকের লাউগাছের ডগা ও পাতা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে মরে যাচ্ছে। প্রয়োজনীয় সার কীটনাশক প্রয়োগ করেও লাউগাছ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না বলে জানান চাষিরা।

উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের গোপালপুর গ্রামের লাউ চাষি আব্দুল ওহাব জানান, শীত মৌসুমে প্রায় সব রকমের শাক-সবজি ও বীজ উৎপাদন করেন তিনি। বিশেষ করে লাউ, মুলা, বিভিন্ন রকমের শাক ও মিষ্টি কুমড়ার আবাদ ও বীজ উৎপাদন করেন। তবে এবার প্রচন্ড ঠান্ডায় লাউগাছ কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে মরে যাচ্ছে। পরিচর্যা করেও লাউগাছ বাঁচানো যাচ্ছে না।

এ ব্যাপারে বিরল উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার জানান, বিরল উপজেলায় ১ হাজার ১০ হেক্টর জমিতে এবার শীতকালীন শাক-সবজির আবাদ রয়েছে। ঘন কুয়াশা ও প্রচন্ড শীতে লাউ বা এ জাতীয় সবজির গাছ কিছুটা ঝিমিয়ে গেছে। তবে ভয়ের তেমন কিছু নেই। কৃষকদের করণীয় শীর্ষক সবরকমের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।   

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154004