বগুড়ায় দুই চানাচুর ফ্যাক্টরির দুই লাখ টাকা জরিমানা 

 বগুড়ায় দুই চানাচুর ফ্যাক্টরির দুই লাখ টাকা জরিমানা 

স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর বগুড়া অভিযান চালিয়ে নানা অপরাধে মাহী চানাচুর ফ্যাক্টরির এক লাখ এবং রুচি ফুড’র একই পরিমাণ টাকাসহ মোট দুই লাখ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বগুড়া সদরের বানদিঘী ও এরুলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালাত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে দেখা যায়, মাহী চানাচুর ও রুচি ফুড নামের দুই ফ্যাক্টরিতে দুই-তিন মাস ধরে পোড়া তেলে ভেজে চানাচুর তৈরি করা হচ্ছে। এছাড়াও অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে ময়লা মেঝেতে পায়ে তৈরি চানাচুরে মসলা মেশাতে দেখা যায়। তাছাড়া অনুমোদনহীন এবং নিষিদ্ধ রাসায়নিক রঙ ব্যবহার করে চানাচুর তৈরি এবং বিএসটিআইসহ সকল প্রকার মানসনদ ও নিবন্ধনহীন অবস্থায় খাদ্য তৈরি করা হচ্ছে। পাশাপাশি মোড়কে মিথ্যা ও অসম্পূর্ণ ঠিকানা ব্যবহার এবং অসত্য তথ্য দিয়ে খাদ্যপণ্য মোড়কিকরণ করার অপরাধে নিরাপদ খাদ্য আইনে ওই দুই প্রতিষ্ঠানের এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন। অভিযানে অনিরাপদ খাদ্য ও উপকরণ জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে সহায়তা করেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল মিয়া। সার্বিক সহযোগিতা করে বগুড়া জেলা পুলিশের একটি টিম। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153986