নাইজেরিয়াকে হারিয়ে ফাইনালে হাকিমির মরক্কো

নাইজেরিয়াকে হারিয়ে ফাইনালে হাকিমির মরক্কো

স্পোর্টস ডেস্ক : স্নায়ুচাপের ম্যাচ জিতে আফ্রিকার শিরোপার দ্বারপ্রান্তে মরক্কো। বুধবার রাতের ম্যাচে নাইজেরিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) ফাইনালে উঠেছে স্বাগতিকরা।

দুই দলই সতর্ক হয়ে খেলায় ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল ফল নির্ধারণ হতে পারে টাইব্রেকারেই। প্রথমার্ধে মরক্কোর সেরা সুযোগটি নষ্ট করেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ব্রাহিম দিয়াজ। ডান দিক থেকে আশরাফ হাকিমির ক্রসে হেড করতে গিয়ে ভুল মাপ নেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড, কাঁধে লেগে বল চলে যায় বাইরে। নাইজেরিয়ার আক্রমণভাগও ছিল নিষ্প্রভ। তারকা ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন ও আদেমোলা লুকম্যান পুরো ম্যাচেই কার্যত বিচ্ছিন্ন ছিলেন। প্রথমার্ধে বক্সের বাইরে থেকে লুকম্যানের একটি শট সহজেই লুফে নেন বনো।

এরপর দ্বিতীয়ার্ধ গোলশূন্য সমতায় থেকে শেষ হলে ম্যাচে ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বনো নায়ক হয়ে ওঠেন। নাইজেরিয়ার স্যামুয়েল চুকুয়েজে ও ব্রুনো অনিয়েমেচির শট ঠেকিয়ে দেন তিনি। এরপর ইউসুফ এন-নেসেরি নিচু শটে বাম কোণ লক্ষ্য করে গোল করলে নিশ্চিত হয় মরক্কোর ফাইনাল।

এই জয়ে ২০০৪ সালের পর প্রথমবার আফকন ফাইনালে উঠল মরক্কো। স্বাগতিকদের লক্ষ্য, ১৯৭৬ সালের পর প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি জেতা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153936