রাজবাড়ীতে ট্রাকচাপায় ২ যুবক নিহত
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা ফিলিং স্টেশনের পাশে পশ্চিম কুড়াপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন পাংশা পৌরসভার কুরাপাড়া এলাকার মিরাজ শেখ (১৯) ও সজীব (১৬)। তারা ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় অজ্ঞাত একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সজীব মারা যান। গুরুতর আহত মিরাজকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার ওসি মাসুদুর রহমান মুরাদ জানান, ট্রাকচাপায় দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153915