চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু

চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মত ও আদর্শের পার্থক্য থাকলেও বিএনপি কারও সঙ্গে সংঘর্ষের রাজনীতি চায় না। দলটি শান্তির রাজনীতি ও একটি নতুন বাংলাদেশ গড়তে চায়।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় তিনি বলেন, দলের কেউ চাঁদাবাজি বা মাস্তানিতে জড়ালে বিএনপিতে তাদের কোনো জায়গা নেই। সময় থাকতে শুধরে না নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন লোকজন বাদ পড়লে কিছু ভোট কমলেও বিএনপির জনপ্রিয়তা বা নির্বাচনী সাফল্যে প্রভাব পড়বে না।

খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রশ্নে তিনি কখনো আপস করেননি।

আমীর খসরু বলেন, বর্তমান অবস্থায় দেশের অর্থনীতি খুবই নাজুক। দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে। তবে বিএনপি ক্ষমতায় এলে অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে এবং কামার-কুমারসহ সব পেশার মানুষের জন্য সমতা নিশ্চিত করা হবে, যাতে সবাই উন্নয়নের সুফল পায়।

অনুষ্ঠানে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153914