ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ: আলী রীয়াজ
রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য আনার লক্ষ্যে আইনসভার উচ্চকক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, গণভোটে জনগণের রায় মিললে আইনসভায় প্রতিটি ভোটের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং সংবিধান সংশোধন ও রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।
বুধবার (১৪ জানুয়ারি) রংপুরে এক মতবিনিময় সভায় তিনি বলেন, বিদ্যমান ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকায় ফ্যাসিবাদ জন্ম নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ কারণেই জুলাই সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমিত করা, কমিশন নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার এবং সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ বাড়ানোর প্রস্তাব রয়েছে।
গণভোটে টিক চিহ্নে ভোট দিয়ে ভারসাম্যপূর্ণ শাসনব্যবস্থা ও সুশাসিত বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি মনির হায়দার বলেন, জুলাই সনদ ও গণভোটের বিরোধিতা মানেই ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা। তিনি অপপ্রচার মোকাবিলায় জনগণকে সঠিক তথ্য জানানোর নির্দেশ দেন।
ধর্ম সচিব কামাল উদ্দিন বলেন, সুশাসন প্রতিষ্ঠায় গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই। সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম সবাইকে গণভোটে জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153912