ভারতে নিউজিল্যান্ডের রেকর্ড গড়ে জয়

ভারতে নিউজিল্যান্ডের রেকর্ড গড়ে জয়

স্পোর্টস ডেস্ক : লোকেশ রাহুলের সেঞ্চুরি কাজে লাগাতে পারল না ভারত। ১১২ রানের ইনিংস খেলেও ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৮৪। সেই লক্ষ্য ড্যারেল মিচেলের দুর্দান্ত সেঞ্চুরিতে সহজেই টপকে যায় নিউজিল্যান্ড। ১৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় কিউইরা।

২ উইকেটে ৪৬ রানে ব্যাট করতে নেমে মিচেল অপরাজিত থাকেন ১৩১ রানে। ১১৭ বলের ইনিংসে ছিল ১১ চার ও ২ ছক্কা। উইল ইয়ংয়ের ৮৭ রানের সঙ্গে ১৬২ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন তিনি। শেষদিকে গ্লেন ফিলিপস ৩২ রান করে জয় নিশ্চিত করেন। ম্যাচসেরা হন মিচেল।

ভারতের হয়ে একটি করে উইকেট নেন হার্শিত রানা, প্রসিধ কৃষ্ণা ও কুলদীপ যাদব। এটি ভারতের মাটিতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

এই জয়ে ৩ ম্যাচের সিরিজ ১-১ এ সমতায় এসেছে। ১৮ জানুয়ারি ইন্দোরে শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনাল। নিউজিল্যান্ড জিতলে ভারতের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ডও গড়বে তারা।

ভারতের পক্ষে রাহুল ছাড়াও শুভমান গিল করেন ৫৬ রান। নিউজিল্যান্ডের হয়ে ক্রিস্টিয়ান ক্লার্ক নেন ৩ উইকেট।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153911