ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক
চট্টগ্রামের বাঁশখালী উজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী শাহ আলমকে (৪৮) ঘুষের ২০ হাজার টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকালে চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশন-২ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। সহকর্মীর বকেয়া-ভাতা ও পেনশনের সরকারি টাকা পাওনা সংক্রান্ত কাজে হয়রানি ও ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
দুদক চট্টগ্রাম-২ এর উপপরিচালক রিয়াজ উদ্দিন বলেন, বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কাম অফিস সহকারী শাহ আলমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বকেয়া-ভাতাদি ও পেনশনের সরকারি টাকা পাওনা সংক্রান্ত কাজকর্মে হয়রানি ও ঘুষ চাওয়ার লিখিত অভিযোগ করেন একই অফিসের সাবেক অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী আ ন ম মুদ্দাছেরুল হক মাসুদ। অভিযোগের প্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে দুদক, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ থেকে অভিযান পরিচালনা করে অভিযুক্তকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুদকে অভিযোগকারী আ ন ম মুদ্দাছেরুল হক মাসুদ বলেন, চাকরি থেকে অবসরের পর চাকরির ফাইল ট্রেজারিতে পাঠানো জন্য ওই কর্মচারী অফিস খরচ দাবি করে ৯০ হাজার টাকা। আমি নানা ধরনের হয়রানি থেকে মুক্তি পেতে ব্যাংক চেকের মাধ্যমে তাকে ৭০ হাজার টাকা প্রদান করি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153907