বগুড়ার কাহালুতে মৎস্যজীবী সমবায়ীদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

বগুড়ার কাহালুতে মৎস্যজীবী সমবায়ীদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার মৎস্যজীবী সমবায়ীদের নিয়ে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে কাহালু উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক মোখলেছুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।

আরও উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসের উপসহকারী নিবন্ধক মোছা. সাবিহা আফরুজ, উপজেলা সমবায় অফিসার মো. মাহবুবর রহমান প্রমুখ। উল্লেখ্য, গণশুনানি অনুষ্ঠানে কাহালু উপজেলার ৭০ জন সমবায়ী অংশ নেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153898