বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ইব্রাহীম হোসেন (৭০) ও তার ছেলে জাহিদ হাসান ইলিয়াসকে (৪১) কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ইব্রাহীম হোসেন ও তার ছেলে জাহিদ হাসান ইলিয়াস সাগাটিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাগাটিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ইব্রাহীম হোসেনের সঙ্গে প্রতিবেশি জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রাজ্জাকের জমি নিয়ে বিরোধ রয়েছে। বুধবার আব্দুর রাজ্জাক ও তার লোকজন সাগাটিয়া কবরস্থানের পাশে ইব্রাহীম হোসেনের জমি দখলের চেষ্টা করে।

এসময় ইব্রাহীম হোসেন বাধা দিলে আব্দুর রাজ্জাক ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহীমকে কোপাতে থাকে। সংবাদ পেয়ে বাবাকে রক্ষা করতে ছেলে জাহিদ হাসান ইলিয়াস ঘটনাস্থলে গেলে তাকেও কুপিয়ে আহত করে আব্দুর রাজ্জাক। আহত বাবা ও ছেলের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে আব্দুর রাজ্জাক ঘটনাস্থল ত্যাগ করে।

এসময় স্বজনরা আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় জাহিদ হাসান ইলিয়াস বাদি হয়ে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ধুনট থানার ডিউটি অফিসার এএসআই কুমছুমা খাতুন বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে অপ্রীতিকর ঘটনার একটি অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সঙ্গে আলোচনা করে এ অভিযোগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153886