গাইবান্ধার গোবিন্দগঞ্জে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক এমপির বাসা থেকে চুরি হওয়া একটি মাইক্রোবাস ফরিদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ফরিদপুরের ভাঙা উপজেলায় মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি ভোরের দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া এলাকায় সাবেক এমপি লুৎফর রহমান চৌধুরীর বাসার গ্যারেজের তালা ভেঙে নোহা মাইক্রোবাসটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ৪ জানুয়ারি ভুক্তভোগীর ছেলে দাউদ হাসান চৌধুরী গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙা হাইওয়ে পুলিশের সহায়তায় গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ভাঙা মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153871