দিনাজপুরের নবাবগঞ্জে নকল গুড়ের কারখানায় জরিমানা আদায়
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে নকল গুড় তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বিনোদনগর ইউনিয়নের বালুয়াচড়া গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির মাহফুজ ওই আদালত পরিচালনা করেন।
অভিযানে নকল গুড় তৈরির অভিযোগে মনির হোসেনের স্ত্রী মরিয়ম বেগম নামে একজনের কাছে থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। অপরদিকে মোকসেদ আলী নামে অপর একজনের একটি কারখানা থেকে নকল গুড় ও গুড় তৈরির উপকরণ জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এরকম অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153865