আমার ফাঁসির আদেশ হয়েছিল হাসিনার নিপীড়ন ও অত্যাচারে ১৪ বছর জেলে কাটিয়েছি : এটিএম আজহারুল ইসলাম
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : যতদিন বেঁচে থাকবো মানুষের পাশে ও কল্যাণে কাজ করে যাবো। আল্লাহ পাক, যে অবশিষ্ট সময় আমাকে দান করেছেন সেই সময়গুলো আমি মানুষের সেবা ও কল্যাণে উৎসর্গ করতে চাই। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত সয়ার ইউনিয়নের জমেরঘাট এলাকায় এক উঠান বৈঠকে বলেছেন, রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।
তিনি আরো বলেন, আমার ফাঁসির আদেশ হয়েছিলো, ফ্যাসিস্ট হাসিনার নিপীড়ন-অত্যাচারে দীর্ঘ ১৪ বছর আমাকে জেলে কাটাতে হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। জীবনে আমার চাওয়া-পাওয়া নেই। যতদিন বেঁচে থাকবো মানুষের পাশে ও কল্যাণে কাজ করে যেতে চাই।
এসময় উপস্থিত ছিলেন- তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেন, বদরগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির শাহ মোহাম্মদ রুস্তম আলী, যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদা ও সেক্রেটারি প্রভাষক আমিনুল ইসলাম।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153863