নেত্রকোণায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল ধাক্কায় আইনউদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে গারামপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আইনউদ্দিন নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গারামপাড়া গ্রামের মৃত মাইজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আইনউদ্দিন আহত হলে তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক আইনউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার (ওসি তদন্ত) সজল সরকার জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153842