‘চূড়ান্ত আসন সমঝোতা’, ১১ দলের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা আজ
আসন সমঝোতা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার (১৩ জানুয়ারি) পৃথক বৈঠক করেছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ১১ দলের শীর্ষ নেতারা যৌথ বৈঠকে বসবেন। বৈঠক শেষে বিকেল বা সন্ধ্যায় যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
১১ দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সমঝোতা নিয়ে আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, সবকিছু মোটামুটি চূড়ান্তের পথে। বুধবার যৌথ সংবাদ সম্মেলনে কোন দল কত আসনে সমঝোতা করছে তা জানানো হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকছে কিনা—এ বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ইতিবাচক, বিস্তারিত বুধবার জানা যাবে।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের জানান, এখনও চূড়ান্তভাবে কেউ যোগাযোগ করেনি, তবে বুধবার সব দল একসঙ্গে বসতে পারে।
এদিকে, জাগপা মুখপাত্র রাশেদ প্রধান ফেসবুকে জানিয়েছেন, ১৪ জানুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা মঙ্গলবার রাতে দীর্ঘ বৈঠকে বসেন। দলটির নেতারা জানিয়েছেন, আরও একটি চূড়ান্ত বৈঠকের পর বুধবারই ঘোষণা আসতে পারে।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দ্বিধাগুলো কেটে যাচ্ছে। বুধবার শীর্ষ নেতাদের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে সব সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে, সোমবার জামায়াত আমির ডা. শফিকুর রহমানও জানিয়েছিলেন, এক-দুই দিনের মধ্যেই আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা আসবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153798