শেষ চার মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি: মাহফুজ আলম
মন্ত্রণালয়ের শেষ চার মাস তাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘রাষ্ট্র পুনর্গঠন ও গণভোট’ শীর্ষক এক সেমিনারে মাহফুজ আলম বলেন, সত্য কথা বলার কারণেই তাকে কার্যত কাজহীন করে রাখা হয়েছিল। শহিদ ওসমান হাদির শাহাদাতের পর থেকে নিরাপত্তা উদ্বেগে তিনি ঘর থেকে বের হন না বলেও জানান।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান অল্প কিছু মানুষের স্বার্থে হয়নি, সবার পরিবর্তনের জন্য হয়েছে। কিন্তু রাঘববোয়াল ও দালালদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রকৃত সংস্কার সম্ভব হয়নি। পুরোনো বন্দোবস্তের লোকদের রেখে নতুন রাষ্ট্র কাঠামো গড়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অনেকেই এখন উল্টো পথে হাঁটছে এবং নতুন বন্দোবস্তের কথা বলে পুরোনো রাজনৈতিক শক্তির সঙ্গে আঁতাত করছে।
সম্পদের পুনর্বণ্টনের ওপর জোর দিয়ে তিনি বলেন, রাজনৈতিক সমঝোতা মানেই ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস। অথচ জমি ও সম্পদ বণ্টনে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী করা জরুরি। এ দায়িত্ব তরুণদেরই নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153796