নওগাঁর পোরশায় এক নারীসহ সাত আসামি আটক
পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় ওয়ারেন্টভুক্ত একই পরিবারের এক নারীসহ ৪জন ও অপর ৩ জনসহ মোট ৭ জন আসামিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে তাদের নিতপুর চকবিষ্ণপুর ও গোপালপুর এলাকা থেকে পৃথক-পৃথকভাবে আটক করা হয়।
আটকৃতরা হলো- চকবিষ্ণপুর গ্রামের মৃত জোহাক আলীর ছেলে আব্দুল হাই, আব্দুল হাইয়ের স্ত্রী ওয়াজেফা বেগম, তার দুই ছেলে এমদাদুল হক ও আহসান হাবিব। অপরদিকে গোপালপুর গ্রামের মৃত কাবের মোল্লার ছেলে লতিফুর রহমান, হাবিবুর রহমান ও সইবুর রহমান।
তাদের সকলের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে বলে জানা যায়। পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153783