বগুড়ায় বাসযাত্রীর কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার

বগুড়ায় বাসযাত্রীর কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার: বগুড়ায় বাসযাত্রীর কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সদস্যারা। এসময় গ্রেফতার করা হয়েছে ইয়াবা বহনকারী বাসযাত্রী খাশিরুল ইসলামকে (৫৩)। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

খাশিরুল ইসলাম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার উত্তর বালিয়াডাঙ্গি গ্রামের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদেরভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সদস্যরা গতকাল দুপুরে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে।

এসময় ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হানিফ পরিবহনের একটি বাস তল্লাশি করে যাত্রী খাশিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় শাজাহানপুর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153782