নীলফামারীর কিশোরগঞ্জ ভিসা প্রতারক ডিসপ্লে গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জ ভিসা প্রতারক ডিসপ্লে গ্রেফতার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে কানাডায় পাঠানোর প্রলোভনে ভূয়া ভিসা প্রদান করে ১৭ লাখ টাকা আত্মসাতে সাইবার সুরক্ষা মামলার অন্যতম আসামি ডিসপ্লেকে র‌্যাবের সহযোগিতায় পুলিশ গ্রেফতার করেছে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) গ্রেফতার ডিসপ্লেকে পুলিশ জেলা কারাগারে পাঠিয়েছে। তাকে নীলফামারীর থেকে গতকাল সোমবার গভীর রাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার ডিসপ্লে (২৬) উপজেলার সদর ইউনিয়নের কেশবা কসাইপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, কানাডায় প্রেরণের কথা বলে ভূয়া ভিসা প্রদান করে কয়েকজনের কাছ থেকে ১৬ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। ওই চক্রের অন্যতম সদস্য ডিসপ্লে।

এ ঘটনায় ২৫ সালের নভেম্বর মাসে কিশোরগঞ্জ থানায় টাকা আত্মসাতে ডিসপ্লেসহ ৫জনের নামে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা হয়। তখন থেকে ডিসপ্লে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহযোগিতায় পুলিশ গতকাল সোমবার গভীর রাতে নীলফামারী থেকে গ্রেফতার করে। তাকে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এ মামলায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ওসি লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার ডিসপ্লে একজন ভিসা প্রতারক। তার নামে থানায় একটি সাইবার সুরক্ষা আইনে মামলা আছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে মঙ্গলবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153754