সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষাক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষাক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ গতকাল সোমবার রাতে উপজেলার সলপ ইউনিয়নের চর তারাবাড়িয়া গ্রামের একটি সরিষা মাঠ থেকে হাফিজুর রহমান (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। হাফিজুর ওই গ্রামের মৃত আনছার আলী মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহত হাফিজুরের বড় ভাই শহিদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো হাফিজুর ইট ভাটার কাজ শেষে বাড়িতে আসে। বিকেলে ভাত খেয়ে গ্রামের বাজারে যায়। বাজার করে বাড়িতে ব্যাগ রেখে বাড়ির পাশের ক্ষেতের ফসল দেখতে যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি জানতে পারেন সরিষা ক্ষেতে তার ভাইয়ের লাশ পড়ে আছে। তিনি ঘটনাস্থলে গিয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশকে খবর দেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, পুলিশ ময়নাতদন্তের জন্য হাফিজুরের লাশ উদ্ধার সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ জানা যাবে না।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153752