‘চাবিওয়ালা’র পর আলোচনায় বৃষ্টি-বাসার
অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী খায়রুল বাসার ও তানিয়া বৃষ্টি একসঙ্গে বছরের শুরুতেই দর্শককে উপহার দিয়েছেন ‘সাইফুল লাইব্রেরী’ শিরোনামের একটি নাটক। নাটকটি রচনা করেছেন অপূর্ণ রুবেল, নির্মাণ করেছেন রুবেল আনুশ।
গত ৩১ ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত এই নাটকটি নতুন ইংরেজি বছর ২০২৬-এর প্রথম আলোচিত নাটক হিসেবে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। নাটকটি প্রকাশের ১১ দিনের মধ্যে নাটকটি ১১ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। প্রচলিত ঘরানার বাইরের একটি গল্প ‘সাইফুল লাইব্রেরী’ নাটকটি। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানিয়া বৃষ্টি। এর আগে সর্বশেষ খায়রুল বাসার ও তানিয়া বৃষ্টি সাগর জাহানের নির্দেশনায় ‘চাবিওয়ালা’ নাটকে দুর্দান্ত অভিনয় করেছিলেন। যদিও ভিওয়ের দিক দিয়ে ‘চাবিওয়ালা’র তেমন ভিউ নেই। কিন্তু নাটকটির গল্প এবং এতে দুজন শিল্পীর অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। অনুরূপভাবে খায়রুল বাসার ও তানিয়া বৃষ্টি অভিনীত নতুন নাটক ‘সাইফুল লাইব্রেরী’ নাটকটিও দর্শককে মুগ্ধ করেছে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন,‘ আমি আর বাসার এর আগে চাবিওয়ালা নাটকে অভিনয় করার জন্য অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম। বেশকিছুদিন বিরতির পর যখন আমাদের নতুন নাটক হিসেবে সাইফুল লাইব্রেরী প্রকাশ পেলো তখন যেন দর্শকের কাছ থেকে আরো বেশি সাড়া পেতে শুরু করি। সাইফুল লাইব্রেরীর গল্পটা একেবারেই অন্যরকম। যে কারণে দর্শকের ভালোলাগছে। দিনদিন এই নাটকের প্রতি দর্শকের ভালোলাগা বাড়ছে। এটা সত্যি যে দর্শক ভালো গল্পের নাটক দেখতে চায়। আর আমি এখন ভালো গল্প ছাড়া কাজও করতে চাইনা। বাসারের সঙ্গে অভিনয়টা বেশ উপভোগ করি। বাসার একদম ন্যাচারাল অ্যাক্টিংটাই করতে চায়। ধন্যবাদ পরিচালককের প্রতি, আন্তরিক কৃতজ্ঞতা দর্শকের প্রতি।’
অভিনেত খায়রুল বাসারও ‘সাইফুল লাইব্রেরী’ নাটকটির দর্শকপ্রিয়তা নিয়ে বেশ উচ্ছ্বসিত। তবে বাসার এই সময়ে সবচেয়ে বেশি সাড়া পাচ্ছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ইউটিউবে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ নাটকের জন্য। এতে তার বিপরীতে অভিনয় করছেন এই সময়ের আরেক জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153727