১৪ জানুয়ারি গান দিয়ে শুরু
চ্যানেল আই-এর বহুল আলোচিত অনুষ্ঠান প্রতিদিনের সরাসরি অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু সরাসরি’। অনুষ্ঠানের ১৪ জানুয়ারি পর্বে স্টুডিওতে উপস্থিত থেকে গান করবেন শিল্পী মৌমিতা বড়ুয়া, আদিবা এবং বিকসাম।
নিয়মিত অনুষ্ঠানে অংশ নেন দেশের নবীন ও প্রবীণ সঙ্গীতশিল্পীবৃন্দ। স্টুডিও থেকে প্রতিদিন সকাল ৭:৩০ মিনিট থেকে সকাল ৯ পর্যন্ত প্রায় দেড় ঘন্ঠাব্যাপি অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হয়।
এছাড়া বিশেষ দিনে প্রচার হয় বিষয় সংশ্লিষ্ট অনুষ্ঠানটির বিশেষ পর্ব। পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান নান্টু, জামাল রেজা এবং ইফতেখার মুনিম।