অগ্রগতি, আস্থা ও সাফল্যের এক নতুন অধ্যায়: ২০২৫ সালে পূবালী ব্যাংক পিএলসি’র গৌরবময় অর্জন
২০২৫ সালে রেকর্ড ভাঙা আর্থিক সাফল্যের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে পূবালী ব্যাংক পিএলসি।
টেকসই প্রবৃদ্ধি, সুদৃঢ় ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহক-অগ্রাধিকারভিত্তিক কৌশলের ধারাবাহিকতায় ব্যাংকটি ২০২৫ সালে ৩,০০০ কোটিরও বেশি টাকা অপারেটিং প্রফিট অর্জন করেছে যা পূবালী ব্যাংকের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক।
২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ব্যাংকের অপারেটিং প্রফিটে প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা প্রমাণ করে টেকসই প্রবৃদ্ধির পথে পূবালী ব্যাংক পিএলসি সুসংহত ও দায়িত্বশীলভাবে এগিয়ে চলেছে।
গ্রাহকের আস্থাই যে ব্যাংকের সবচেয়ে বড় শক্তি তা আরও একবার প্রতিফলিত হয়েছে ২০২৫ সালের সাফল্যে।
এ বছর ব্যাংকের মোট ডিপোজিট বেড়ে দাঁড়িয়েছে ৮৯,৫৫২ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশেরও বেশি বৃদ্ধি নির্দেশ করে। পাশাপাশি দেশের ব্যবসা ও শিল্পখাতকে সহায়তায় ব্যাংকের অগ্রীম বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ, যার পরিমাণ দাঁড়িয়েছে ৭১,১৪০ কোটি টাকা।
আন্তর্জাতিক বাণিজ্যে দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ২০২৫ সালে পূবালী ব্যাংকের আমদানী বাণিজ্যে ৭ শতাংশ এবং রপ্তানী বাণিজ্যে ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
একই সঙ্গে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও উন্নত সম্পদমান নিশ্চিত করায় ব্যাংকটি নন-পারফর্মিং লোন (NPL) নিয়ন্ত্রণে (২.১৪%) রাখতে সক্ষম হয়েছে এবং অ্যাডভান্স-ডিপোজিট রেশিও (ADR) ৭২.৫৩ শতাংশে উন্নীত হয়েছে যা ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল ব্যাংকিং চর্চার প্রতিফলন।
এই সাফল্য উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, এই সাফল্য কেবল আর্থিক অর্জন নয়; এটি পরিচালনা পর্ষদের দায়িত্বশীল দিকনির্দেশনা ও সুদৃঢ় করপোরেট গভর্নেন্স, গ্রাহকের আস্থা, কর্মীদের নিষ্ঠা এবং কার্যকর ব্যবস্থাপনার সম্মিলিত ফল।
এই অর্জন পূবালী ব্যাংক পিএলসি-কে ভবিষ্যতে আরও শক্তিশালী, নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা প্রদানে অনুপ্রাণিত করবে বিশেষ করে ডিজিটাল ও ক্যাশলেস ব্যাংকিং সেবার বিস্তারে কার্যকর ভূমিকা রাখবে পূবালী ব্যাংক।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153722