ঘরের মাঠে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় পিএসজি’র
স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ কাপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি’র বিদায় নিশ্চিত হয়ে গেছে শেষ বত্রিশে। নগর প্রতিদ্বন্দ্বী প্যারিস এফসি’র বিপক্ষে ঘরের মাঠেই ১-০ গোলের হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা। গত মৌসুমে ১৬তম বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছিল পিএসজি। তবে এই মৌসুমে শীর্ষ লিগে উন্নীত হওয়া নগর প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে হেরে বেজেছে বিদায় ঘণ্টা।
জোনাথান ইকোনো ম্যাচের ফলাফল নির্ধারণী একমাত্র গোলটি করেন। পিএসজির অ্যাকাডেমি থেকে ক্যারিয়ার শুরু করা ইকোনো গোল করে হারালেন শৈশবের অ্যাকাডেমির সিনিয়র দলকে। লুইস এনরিকের শিষ্যরা দারুণ প্রচেষ্টা চালালেও প্যারিস এফসি’র গোলকিপার ওবেদ এনকাবাদিওর একের পর এক দুর্দান্ত সেভে গোলের দেখা পায়নি। বিশেষ করে ইনজুরি টাইমে দূরপাল্লার এক শট দারুণভাবে ঠেকিয়ে ভিতিনিয়ার। ২০১৪ সালের পর প্রথমবার ফ্রেঞ্চ কাপের শেষ-৩২ পর্বে হারলো পিএসজি।
এর আগে, চলতি মাসের শুরুতে দুই দল মুখোমুখি হয়েছিল শীর্ষ লিগে, যা ছিল ১৯৯০ সালের পর প্রথম টপ-ফ্লাইট প্যারিস ডার্বি। সেই ম্যাচে ডিজায়ার দুয়ে ও উসমান দেম্বেলের গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153706