ইনকিলাব মঞ্চের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি নেই 

ইনকিলাব মঞ্চের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি নেই 

দেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ইনকিলাব মঞ্চের কোনো কমিটি বা প্রতিনিধি নেই বলে জানিয়েছে সংগঠনটি। নাগরিক সচেতনতার জায়গা থেকে ইনকিলাব মঞ্চের নাম ব্যবহার করে যেকোনো ধরনের চাঁদাবাজি বা অপকর্ম প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সহায়তা নিতেও আহ্বান জানিয়েছে তারা।

সোমবার (১২ জনুয়ারি) মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, ইনকিলাব মঞ্চের বিভাগ/জেলা/উপজেলা/ইউনিয়ন পর্যায়ে কোনো ধরনের কমিটি বা প্রতিনিধিদল নেই। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনকিলাব মঞ্চের বেশ কিছু কমিটি রয়েছে।

যেসব বিশ্ববিদ্যালয়/কলেজে ইনকিলাব মঞ্চের কমিটি রয়েছে সেগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153683