নীলফামারীর সৈয়দপুরে চাঁদাবাজির প্রতিবাদে তিনদিন থেকে মাছ বাজার বন্ধ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুরে অব্যাহত চাঁদাবাজির প্রতিবাদে তিনদিন থেকে মাছ বাজার বন্ধ রয়েছে। মাছ কিনতে এসে মানুষজন ফিরে যাচ্ছেন। চাঁজাবাজি বন্ধ এবং তাদের গ্রেফতার ও বিচারের দাবিতে গতকাল রোববার মাছ ব্যবসায়ীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। গত ৯ জানুয়ারি স্থানীয় কিছু যুবক বিভিন্ন দেশিয় অস্ত্রশস্ত্রে সৈয়দপুর আধুনিক পৌর সবজি মার্কেটে এসে কয়েকজন মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন।
এসময় ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজরা ব্যবসায়ীদের ওপর চড়াও হয়। এতে চাঁদাবাজদের এলোপাতারি মারপিটে কয়েকজন আহত হন। পরবর্তীতে চাঁদাবাজরা ব্যবসায়ী সমিতির অফিস ভাঙচুর করাসহ মাছ ব্যবসায়ীদের ক্যাশবাক্স থেকে টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে এবং চাঁদাবাজদের গ্রেফতার ও বিচারের দাবিতে মাছ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
আর একই ঘটনার প্রতিবাদে আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মাছ ব্যবসায়ীরা সম্মিলিতভাবে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে শহরের পাঁচমাথা মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দপুর আধুনিক পৌর সবজি বাজার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি নওশাদ হোসেন পলু ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়সহ অন্যান্য মাছ ব্যবসায়ীরা।
এসময় বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সমাধানের আশ্বাস দিলেও মাছ ব্যবসায়ীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেনি। সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতারের দাবি জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153657