ডাকসুর উদ্যোগে ঢাবিতে সান্ধ্যকালীন বাস চালু

ডাকসুর উদ্যোগে ঢাবিতে সান্ধ্যকালীন বাস চালু

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাস রুটগুলোতে সন্ধ্যার পর নতুন ট্রিপ সংযোজন করে সান্ধ্যকালীন বাস চালু করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি)  ভিসি চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসু পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। পরে ফিতা কেটে সান্ধ্যকালীন ট্রিপের উদ্বোধন করেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। ডাকসু ভিপি বলেন, “শিক্ষার্থীরা আমাদের নেতা নির্বাচন করেনি, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করেছে। আমাদের দায়িত্ব হলো কাজ করে যাওয়া এবং শিক্ষার্থীদের দায়িত্ব আমাদের জবাবদিহি করা। আমাদের লক্ষ্য হলো নীতিমালা অনুযায়ী কাজ করা, যাতে ভবিষ্যতে কোনো পুনরায় কাজের প্রয়োজন না হয়।

আমরা যতগুলো ইশতেহার দিয়েছি, সবগুলো বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। বাস রুটে নতুন বাস অন্তর্ভুক্তিকরণ, কুমিল্লা পর্যন্ত বাস চালু করা এবং ঢাকার আশপাশের জেলাগুলোতে বাস সার্ভিস দেওয়ার মতো শিক্ষার্থীদের সকল দাবি বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছি। আমরা এমন একটি ক্যাম্পাস গড়তে চাই, যাতে পরবর্তী প্রজন্ম একটি স্বপ্নের ক্যাম্পাস পায়।”

ডাকসু এজিএস মু. মহিউদ্দিন খান বলেন, “নির্বাচনের আগে আমরা বলেছিলাম শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো সমাধান করাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচনের পরে আমরা সেই মৌলিক সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছি। শুধু পরিবহন সেক্টরেই নয়, বরং প্রতিটি সেক্টরের সমস্যা সমাধানেও আমরা কাজ চালাচ্ছি।”

পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানান, “আমরা দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টরে কাজ করে আসছি। একে একে সব ইশতেহার বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। এছাড়া শনিবারেও বাস ট্রিপ চালুর চেষ্টা চলছে। প্রতিটি রুটে বাস বাড়ানো এবং নতুন বাস আনার ব্যাপারেও আমরা সচেষ্ট।”

তিনি আরও বলেন, “ডাকসুর পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় নতুন সংযোজন আনছি। এর আগে ঢাবির ইতিহাসে কখনও সান্ধ্যকালীন বাস ছিল না। অনাবাসিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই সান্ধ্যকালীন বাস চালু করা হয়েছে।”

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153656