বগুড়ার দুপচাঁচিয়ায় আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার কাথোহালী দক্ষিণপাড়ায় আগুনে দগ্ধ হয়ে জমিরুন বিবি (৮৫) নামে এক বৃদ্ধা গতকাল রোববার দিবাগত রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জানা গেছে, উপজেলা চামরুল ইউনিয়নের কাথোহালী দক্ষিণপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী জমিরুন বিবি গত শনিবার প্রচন্ড শীতের কারণে চুলায় আগুনের তাপ পোহাচ্ছিলেন। অসাবধানতাবসত চুলার আগুন তার গায়ে থাকা ওড়নায় লেগে যায়।
পড়ে আগুন দ্রুত শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেন। প্রায় দুইদিন পর অবশেষে গতকাল রোববার দিবাগত রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, এ বিষয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153655