দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদী থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদী থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদীতে ভেসে ওঠা অজ্ঞাত দুই যুবকের মরদেহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে থানা পুলিশ। আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের বানিয়াখাড়ী লক্ষীতলা ব্রিজের পাশে আত্রাই নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি নদী থেকে তোলা হয়। তাদের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি রয়েছে। তাদের অনুমানিক বয়স ৩০ বছর। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর কারণ ও পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153590