গাজায় ইসরায়েলি গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির তিন মাস অতিবাহিত হলেও সহিংসতা ও প্রাণহানি পুরোপুরি থামেনি। ইসরায়েলি বাহিনীর গুলিতে পৃথক দুটি ঘটনায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার (১২ জানুয়ারি) এমন দাবি করেছে দেশটির স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
চিকিৎসকরা জানিয়েছেন, গাজা শহরের তুফ্ফাহ এলাকায়, যা ফিলিস্তিনি নিয়ন্ত্রণাধীন সেখানে একজন ফিলিস্তিনি নিহত হন। এছাড়াও দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বানি সুহাইলা শহরে আরও দুজন নিহত হয়েছেন। এলাকাটি এখনও ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে।অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজা উপত্যকায় তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় অনুপ্রবেশ করে এবং তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করায় এক সন্ত্রাসীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। দক্ষিণ গাজায়ও একই ধরনের অভিযোগ তুলে সেনারা জানিয়েছে, এলাকায় দায়িত্বরত সেনাদের দিকে এগিয়ে আসা অপর সন্ত্রাসীকে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়েছে।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের এক কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার উদ্দেশ্যে প্রতিদিন যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে মধ্যস্থতাকারীদের কার্যকর হস্তক্ষেপ জরুরি।
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ৪৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। একই সময়ে তিনজন ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন। খবর : রয়টার্স
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153585