প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল কবে প্রকাশ হবে? জানালেন ডিজি

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল কবে প্রকাশ হবে? জানালেন ডিজি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) চলতি মাসেই ফলাফল প্রকাশের পথে। আজ রবিবার এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

ডিপিই মহাপরিচালক জানান, “আমাদের লক্ষ্য চলতি মাসের মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা। ইতোমধ্যে এ বিষয়ে পূর্ণ প্রস্তুতি শুরু হয়েছে।” প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তিনি বলেন, “এ ধরনের অভিযোগ সম্পূর্ণ গুজব। পরীক্ষা খতিয়ে দেখা হয়েছে, কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে কিছু অংশে ফাঁসের চেষ্টা হয়েছে, যা অস্বীকার করা যায় না।”

গত শুক্রবার তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের ৬৩টি জেলায় একযোগে অনুষ্ঠিত হয় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা। ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের জন্য পরীক্ষায় অংশ নেন প্রায় সাড়ে আট লাখ প্রার্থী।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153560