চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রাম নগরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে বন্দর থানার পোর্ট কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আজিয়ার রহমান। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আলতি বুরুজবাড়িয়া এলাকার বাসিন্দা এবং মৃত হাসেন আলীর ছেলে।

 

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে পোর্ট কলোনি এলাকায় দুর্বৃত্তরা আজিয়ার রহমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আবু বক্কর আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153527