রংপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবন্ধি নিহত

রংপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবন্ধি নিহত

রংপুর প্রতিনিধি : রংপুর নগরীর হাজিরহাটের দোলাপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক প্রতিবন্ধী নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায়  উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানার ওসি আজাদ রহমান জানান, হাজিরহাট দোলাপাড়া ধনীটারী গ্রামের লুৎফর রহমান ও হোসেন আলীর সাথে একই গ্রামের চাঁন মিয়া ও হাফিজুর রহমানের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল শনিবার বিকেলে উভয়পক্ষ জমির দখল নিতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হলে লুৎফর রহমানের  প্রতিবন্ধী ছেলে আবু নাসকে (১৮) শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পর সন্ধ্যায়  চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

হাজিরহাট থানার ওসি আজাদ রহমান জানিয়েছেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। সেখানে এক প্রতিবন্ধী ছেলের মৃত্যুর খবর পওয়া গেছে। লাশ থানায় আনা হয়েছে। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153459