ছাত্রশিবির ঢাবি শাখার উদ্যোগে শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে ১৫০০ শীতবস্ত্র বিতরণ

ছাত্রশিবির ঢাবি শাখার উদ্যোগে শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে ১৫০০ শীতবস্ত্র বিতরণ

ঢাবি প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে প্রায় ১৫০০টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও আশপাশের এলাকায় গত এক সপ্তাহ ধরে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। হলগুলোতে শিক্ষার্থীদের চাহিদার আলোকে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।

একই সঙ্গে আবাসিক হলের কর্মচারী—বিশেষ করে নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালনকারী কর্মচারীদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া টিএসসি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত দোকানসমূহে কর্মরত কর্মচারীদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।

আজ শনিবার (১০ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কাজী আশিক। এ সময় তিনি শীতবস্ত্রপ্রাপ্ত শিক্ষার্থী ও কর্মচারীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

প্রচণ্ড শীতে দেশজুড়ে নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সমাজের সামর্থ্যবান ও দায়িত্বশীল ব্যক্তিবর্গকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153442