তামিমকে দালাল বলা সেই পরিচালককে কারণ দর্শানোর নোটিশ

তামিমকে দালাল বলা সেই পরিচালককে কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যা দেওয়ার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কড়া অবস্থান নিয়েছে। অভিযোগ ওঠা মন্তব্যের ব্যাখ্যা দিতে বোর্ডের পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে কারণ দর্শাতে বলা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেট সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে গণমাধ্যমের প্রশ্নে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, নাজমুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মন্তব্যটি করেছিলেন এবং বোর্ডের পক্ষ থেকে তাকে জবাব দিতে বলা হয়েছে।

বুলবুল আরও বলেন, “একজন জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে তিনি দেশের হয়ে পারফর্ম করেছেন—সেই জায়গা থেকে এমন মন্তব্য লেখার আগে আরও ভেবে দেখা উচিত ছিল। সম্মান দেখানোটা জরুরি।”

কারণ দর্শানোর নোটিশটি অফিসিয়াল চ্যানেলে দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নে বিসিবি সভাপতি জানান, যেহেতু নাজমুল ইসলাম নিজেও বোর্ডের পরিচালক, তাই বিষয়টি আনুষ্ঠানিকভাবে বোর্ড সভায় আলোচনা হবে। “২৪ তারিখ আমাদের বোর্ড মিটিং হওয়ার কথা। তখন বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হবে,” বলেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153428