গুলশানে বিএনপির নির্বাচনি কল সেন্টার উদ্বোধন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় সমন্বয়, প্রচার কার্যক্রম ও সাংগঠনিক যোগাযোগ জোরদার করতে গুলশানে নির্বাচনি অফিসে কল সেন্টার উদ্বোধন করেছে বিএনপি।
আজ শনিবার ( ১০ জানুয়ারি) বিকেলে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের নির্বাচনি অফিসের কল সেন্টার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। কল সেন্টারটি উদ্বোধনের পর দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দলের নির্বাচনি কার্যক্রম সহজ করতে প্রযুক্তির সহয়তায় যেকোনো সংকট সমাধানে ভূমিকা রাখবে এ কল সেন্টার।’
এসময় দলটির পক্ষ থেকে ১৬৫৪৩ নাম্বারে ফোন করলে যেকোনো সময় সহয়তা দেয়ার কথাও জানান তিনি।