গৃহকর্মী ধর্ষণের আসামি কুমিল্লা থেকে গ্রেফতার
রংপুর জেলা প্রতিনিধি: রংপুর হারাগাছে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মামলায় র্যাবের অভিযানে প্রধান পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, গৃহকর্মীর স্বামী দীর্ঘদিন আগে মারা যায়। সেই কারণে তার প্রতিবেশির বাসায় ৮ বছর গৃহকর্মীর কাজ করে আসছিলো। এরই মধ্যে গ্রেফতারকৃত আসামি ভিকটিমের একাকিত্বের সুযোগ নিয়ে গৃহকর্মীকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত বছরের ২৪ এপ্রিল বিকেলে গ্রেফতারকৃত আসামি তার নিজ বাড়িতে ধর্ষণ করে।
পরবর্তীতে গৃহকর্মী নিজে বাদি হয়ে রংপুরের হারাগাছ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি আত্মগোপনে ছিলো। মামলা রুজু হওয়ার পর র্যাব ছায়া তদন্ত অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার মধ্যরাতে র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এবং র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের যৌথ আভিযানিক দল কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন বাবুর্চি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় পলাতক প্রধান আসামি হারাগাছের চরচতুরা (কলমদার পাড়া) গ্রামের মো: সোলেমান ভাকরার ছেলে মো: হাছেন আলীকে(৫০) গ্রেফতার করে।
র্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153414