ফ্ল্যাগশিপ পালসার এক্সপেরিয়েন্স সেন্টার “পালসার স্টুডিও” এবং পালসার এন সিরিজের প্রিমিয়াম মোটরসাইকেল উদ্বোধন করলো উত্তরা মোটর্স

ফ্ল্যাগশিপ পালসার এক্সপেরিয়েন্স সেন্টার “পালসার স্টুডিও” এবং পালসার এন সিরিজের প্রিমিয়াম মোটরসাইকেল উদ্বোধন করলো উত্তরা মোটর্স

বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের একমাত্র পরিবেশক উত্তরা মোটর্স লিমিটেড স্পোর্টস মোটরসাইকেল সেগমেন্টে তাদের নের্তৃত্বকে আরও সুদৃঢ় করলো। ঢাকার ইস্কাটন রোডের ৩৯/এ নম্বরে অবস্থিত উত্তরা সেন্টারে ফ্ল্যাগশিপ পালসার এক্সপেরিয়েন্স সেন্টার “পালসার স্টুডিও” উদ্বোধনের পাশাপাশি বাজাজ পালসার এন সিরিজের প্রিমিয়াম মোটরসাইকেল এন২৫০ ও এন১৬০ উন্মোচন করলো উত্তরা মোটর্স ।

সম্পূর্ণ নতুন পালসার স্টুডিও বাংলাদেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এক্সক্লুসিভ ব্র্যান্ড এক্সপেরিয়েন্স জোন হিসেবে ডিজাইন করা এই পালসার স্টুডিওতে একই ছাদের নিচে সম্পূর্ণ পালসার লাইনআপ প্রদর্শিত হচ্ছে, যেখানে গ্রাহকরা আধুনিক ও ইমার্সিভ পরিবেশে পালসার ব্র্যান্ডের স্পোর্টি ডিএনএ ও ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করতে পারবেন।

সম্পূর্ণ নতুন প্রিমিয়াম পালসার এন২৫০ এফআই ডিসি এবিএস এ রয়েছে আধুনিক আপ-সাইড ডাউন (ইউএসডি) ফ্রন্ট ফর্ক ও আক্রমণাত্মক মাসকুলার গ্রাফিক্স । এতে রয়েছে ২৫০ সিসি অয়েল-কুলড ফুয়েল ইনজেকশন ইঞ্জিন, যা উৎপাদন করে ২৪.৫ পিএস শক্তি ও ২১.৫০ এনএম টর্ক। এছাড়াও রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস, রাইডিং মোডস, ট্র্যাকশন কন্ট্রোল, স্লিপার ক্লাচ, ১৪০ রিয়ার টিউবলেস টায়ার, অ্যাডজাস্টেবল মনোশক, ফুল এলইডি প্যাকেজ, গিয়ার ও রেঞ্জ ইন্ডিকেটর, ব্লুটুথ কানেক্টিভিটিসহ ডিজিটাল স্পিডোমিটার, ইউএসবি মোবাইল চার্জার এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন।

অন্যদিকে, সম্পূর্ণ নতুন প্রিমিয়াম পালসার এন১৬০ এফআই ডিসি এবিএস এ রয়েছে আপ-সাইড ডাউন (ইউএসডি) ফ্রন্ট ফর্ক ও আকর্ষণীয় মাসকুলার গ্রাফিক্স। এতে ব্যবহৃত হয়েছে ১৬০ সিসি অয়েল-কুলড ফুয়েল ইনজেকশন ইঞ্জিন, যা উৎপাদন করে ১৬ পিএস শক্তি ও ১৪.৬৫ এনএম টর্ক। এই মডেলটিতেও রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস, অ্যাডজাস্টেবল মনোশক, ফুল এলইডি প্যাকেজ, গিয়ার ও রেঞ্জ ইন্ডিকেটর, ইউএসবি মোবাইল চার্জার, ব্লুটুথ কানেক্টিভিটিসহ ডিজিটাল স্পিডোমিটার এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন।

দুই দশকেরও বেশি সময় আগে যাত্রা শুরু করা পালসার ব্র্যান্ড বাংলাদেশসহ বিশ্বব্যাপী স্পোর্টস মোটরসাইকেলিংয়ের পথিকৃৎ। সময়ের সঙ্গে রাইডার কমিউনিটির চাহিদা পরিবর্তিত হলেও পালসার সবসময় পারফরম্যান্স, উদ্ভাবন ও নির্ভরযোগ্যতার সমন্বয়ে নতুন মানদন্ড স্থাপন করে আসছে। আপগ্রেডেড পালসার এন২৫০ ও এন১৬০ উন্মোচনের মাধ্যমে আধুনিক বাংলাদেশি মোটরসাইকেল প্রেমীদের প্রত্যাশা পূরণে পালসারের প্রতিশ্রুতি আরও একবার প্রতিফলিত হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমান, পরিচালক (অর্থ ও প্রশাসন) জনাব হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব সাজ্জাদ হোসেন, সিওও, উত্তরা মোটর্স লিমিটেড, বিভিন্ন কর্পোরেট হাউজের নির্বাহী, উত্তরা মোটর্সের ঊর্ধ্বত্বন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট অতিথি এবং বাংলাদেশ পালসার নেশন পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনাব মতিউর রহমান বলেন, “বাংলাদেশে স্পোর্টস মোটরসাইকেলিংয়ের কেন্দ্রবিন্দুতে সবসময়ই পালসার। আমাদের ফ্ল্যাগশিপ পালসার এক্সপেরিয়েন্স সেন্টার ‘পালসার স্টুডিও’ উদ্বোধন এবং পালসার এন সিরিজের প্রিমিয়াম বাইক এন২৫০ ও এন১৬০ উন্মোচনের মাধ্যমে আমরা ব্র্যান্ড এক্সপেরিয়েন্সকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছি। বাংলাদেশে উচ্চ সিসির মোটরসাইকেল চালানোর অনুমতি প্রদানের জন্য সরকারের প্রগতিশীল সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই, যা পারফরম্যান্সপ্রেমী রাইডারদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। পালসার স্টুডিও পালসারপ্রেমীদের জন্য একটি কেন্দ্রবিন্দু এবং উদ্ভাবন, গুণগত মান ও গ্রাহক সন্তুষ্টির প্রতি আমাদের অঙ্গীকারের প্রতীক হয়ে থাকবে।” তিনি অনুষ্ঠানে উপস্থিত পালসারপ্রেমী এবং বাংলাদেশ পালসার নেশন সদস্যদের ধন্যবাদ জানান এবং সবাইকে মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদে মোটরসাইকেল চালানোর আহ্বান জানান।

এই উদ্বোধন ও নতুন মডেল লঞ্চের মাধ্যমে উত্তরা মোটর্স লিমিটেড বাংলাদেশে বিশ্বমানের মোটরসাইকেল ও প্রিমিয়াম ব্র্যান্ড অভিজ্ঞতা প্রদানের অঙ্গীকার আরও জোরদার করলো।

উত্তরা মোটর্স লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষ ও সুপরিচিত অটোমোবাইল আমদানিকারক, উৎপাদক, ও বিপণনকারী প্রতিষ্ঠান। গত চার দশক ধরে প্রতিষ্ঠানটি জনপ্রিয় ও সর্বাধিক বিক্রিত বাজাজ মোটরসাইকেল বাজারজাত করে আসছে। বর্তমানে উত্তরা মোটর্সের নিজস্ব ১৫টি শাখা অফিস এবং ৩০০টিরও বেশি ৩এস (সেলস, সার্ভিস ও স্পেয়ার্স) ডিলারের মাধ্যমে দেশব্যাপী বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা প্রদান করছে। এছাড়াও ঢাকার অদূরে সাভারে অবস্থিত নিজস্ব কারখানায় বছরে তিন লক্ষ ইউনিট উৎপাদন সক্ষমতা নিয়ে বিশ্বমানের বাজাজ মোটরসাইকেল উৎপাদন করছে উত্তরা মোটর্স ।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153403