এএএবি ও গুগলের অনুমোদিত অংশীদার আলেফ-এর উদ্যোগে এআই–চালিত বিজ্ঞাপন নিয়ে এক্সক্লুসিভ সেশন

এএএবি ও গুগলের অনুমোদিত অংশীদার আলেফ-এর উদ্যোগে এআই–চালিত বিজ্ঞাপন নিয়ে এক্সক্লুসিভ সেশন

বিজ্ঞাপন সংস্থাসমূহের সংগঠন অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি), বাংলাদেশের জন্য গুগলের অনুমোদিত অংশীদার আলেফ-এর সহযোগিতায় এআই–চালিত বিজ্ঞাপন বিষয়ে একটি এক্সক্লুসিভ সরাসরি সেশনের আয়োজন করে। এএএবি সদস্য এজেন্সিগুলোর সিনিয়র নেতৃত্বকে কেন্দ্র করে আয়োজিত এই ক্লোজড-ডোর সেশনটি ১০ জানুয়ারি ২০২৬, শনিবার ঢাকায় আলেফ এইচকিউ-তে অনুষ্ঠিত হয়।
সেশনটি পরিচালনা করেন টারা ইউন, গুগল অ্যাডস বিজনেস লিড (বাংলাদেশ ও শ্রীলঙ্কা)। প্রায় দুই দশকের ডিজিটাল মার্কেটিং অভিজ্ঞতা নিয়ে তিনি গুগলের বিজ্ঞাপন সমাধান ও ইকোসিস্টেম উন্নয়নে বিভিন্ন উদীয়মান বাজারে কাজ করে আসছেন।


এএএবি’র পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সানাউল আরেফিন, সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন এবং যুগ্ম সম্পাদক এম এ মারুফ। আলেফ-এর পক্ষে উপস্থিত ছিলেন এহসানুল হক (কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ ও শ্রীলঙ্কা) এবং আহসানুর রহমান (পার্টনার ডিরেক্টর, বাংলাদেশ ও শ্রীলঙ্কা)।
এই সেশনে দেশের ২২টি বিজ্ঞাপন সংস্থা অংশ নেয়। এতে প্রতিষ্ঠিত পূর্ণাঙ্গ বিজ্ঞাপন সংস্থা ও ডিজিটাল মিডিয়া-কেন্দ্রিক এজেন্সিগুলোর উপস্থিতি ছিল, যা বাংলাদেশের বিজ্ঞাপন ও মিডিয়া খাতের ক্রমবর্ধমান পরিসর ও পরিপক্বতাকে প্রতিফলিত করে।


আলোচনায় টারা ইউন তুলে ধরেন, এআই কীভাবে গুগলের বিজ্ঞাপন ইকোসিস্টেমে মিডিয়া পরিকল্পনা, পারফরম্যান্স অপটিমাইজেশন, ক্রিয়েটিভ কার্যকারিতা ও মেজারমেন্টকে আরও কার্যকর করে তুলছে। পাশাপাশি তিনি ব্যাখ্যা করেন, এজেন্সিগুলো কীভাবে এআই–চালিত টুল ব্যবহার করে কাজের দক্ষতা বাড়াতে এবং পরিমাপযোগ্য ব্যবসায়িক ফলাফল অর্জন করতে পারে।


বিজ্ঞাপন শিল্পের পরিবর্তনশীল বাস্তবতা নিয়ে মুক্ত আলোচনা এবং একটি ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেশনটি শেষ হয়।
এএএবি জানায়, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সংগঠনটি বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পে দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব গড়ে তোলা এবং ভবিষ্যৎমুখী জ্ঞান বিনিময়ে কাজ করে যাচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153402