টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে নূর কামাল (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ডাকাত দলের দুই পক্ষের মধ্যে এ গোলাগুলি হয়। নিহত নূর কামাল নয়াপাড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকের বাসিন্দা এবং আবুল কামালের ছেলে। তিনি ডাকাত দলের সদস্য। রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৬-এর (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

কাউছার সিকদার জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে ডাকাত নূর কামাল ও খালেক পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় নূর কামাল গুলিবিদ্ধ হন। তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে লেদা ক্যাম্প-২৪ আইওএম হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার খবর পেয়ে দায়িত্বরত এপিবিএন, পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে নিহত কামালের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য টেকনাফ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে একজন ডাকাত নিহত হয়েছেন। এপিবিএন তার লাশ উদ্ধার করে সকালে আমাদের কাছে স্থানান্তর করেছে। ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153391